আপনার মন্তব্য উৎসাহ ও প্রেরণার সহায়ক !

আপনার মন্তব্য উৎসাহ ও প্রেরণার সহায়ক !

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১

চিকেন ফ্রাই

  
১. চিকেন ৭৫০ গ্রাম
২. ময়দা ৩৫০ গ্রাম
৩. বেকিং পাউডার ২ চা চামচ
৪. দুধ ১ কাপ
৫. ডিম ১ টা
৬. লবন ২ চা চামচ
৭. গুল মরিচের গুড়া ১ চা চামচ
৮. তেল ৩ কাপ 

প্রথমে চিকেনের টুকরা গুলোকে ধুয়ে পানি ঝড়িয়ে নিন, একটা পাত্রে রেখে গুল মরিচের গুড়া আর অল্প লবন মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিন। আরেকটা পাত্রে ১০০ গ্রাম ময়দা, লবন, বেকিং পাউডার, ডিম আর দুধ মিশিয়ে মাংসের টুকরা গুলো ওর মদ্ধে একটা একটা করে চুবিয়ে তুলে নিন ও অন্য পাত্রে রাখুন। মাংসের টুকরা গুলোর উপর বাকি ময়দা ছেড়ে দিন, পাত্রটি নাড়িয়ে ময়দা প্রতিটা মাংসের টুকরার চারপাশে ভাল করে লাগতে দিন। ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে মাংসের টুকরা ছেড়ে দিন, এক পাশ লালচে হয়ে গেলে উলটে দিন। চিকেন বাদামি রঙ হয়ে গেলে নামিয়ে নিন 



নেট থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন